নেইমারকে কেনার চেষ্টা আবার ও করবো, বার্সেলোনা।

 প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০২:১১ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


নেইমারকে কেনার জন্য মরিয়া হয়ে আছে শারা বিশ্বের সব বড় দলগুলো।
 সবার চেয়ে এগিয়ে থেকেও গত কয়েক মৌসুমে কিনতে পারেননি বার্সেলোনা। 
আর এবার হয়তো তাদের আশা পুরন হবে।
আগামী মৌসুমে বার্সালোনার প্রয়োজন আক্রমন ভাগে একজন তারকা যিনি ম্যাচ নিয়ন্ত্রন করতে পারবেন।
 আর সেই তালিকায় বার্সার খেলোয়াড় লিওনেল মেসি সহ অনেক সিনিয়র তারকার পছন্দ নেইমারকে।
 আর এই নেইমারকে হয়তো ১৫০ মিলিয়নেই পেতে যাচ্ছে ক্লাবটি।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবার নেইমারকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই খবরটি জানিয়েছে ইএসপিএন এর সাংবাদিব জুলিয়ান লরেনস।
পিএসজিতে যোগ দেয়ার পর ইতোমধ্যে দুই মৌসুম পাড় করে ফেলেছেন নেইমার।
 এখন চলছে তৃতীয় মৌসুম। এই মৌসুমে যদি নেইমার পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করে তাহলে নেইমারের মূল্য পিএসজি যাই বলুক, ফিফা নির্ধারণ করে দিতে পারে।
যদি ফিফা নেইমারের মূল্য নির্ধারণ করে তাহলে সেটা ১৫০ মিলিয়ন বা তার আশেপাশে হতে পারে
। তাই আগামী মৌসুমে আরও একবার চেষ্টা করতে পারে কাতালানরা।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: